প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য অধিদপ্তর পরিচালিত এবং এম এস বিশেষ কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ জুলাই) বিকেলে পৌরসভার সুতি কালিবাড়ি বাজার, ডুবাইল পাকুয়া বাজার ও গোপালপুর থানা মোড় তিনটি ওএমএসের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক, থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ডিলার মো. আসাদুজ্জামান সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।