প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: গোপালপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে পৌর শহরের বিভিন্ন স্থানে ও গোপালপুর সরকারি কলেজে, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মুলক প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) গোপালপুর সরকারি কলেজে ছাত্র ও ছাত্রীদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোহাম্মদ আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান ও ডাক্তার তাপস সাহা।
এসময় তদন্ত ওসি কাইয়ুম সিদ্দিকী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আকন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।