মো. নুর আলম গোপালপুর : গোপালপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১অক্টোবর) উপজেলার নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র রকিবুল হক ছানা,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম রুমি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল জাব্বার,
ইংলিশ শিক্ষক সুজন কুন্ডু, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বিন্দু।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ও কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়ানোর হয় ।