প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদীর একপাড়ে মজিদপুর আর অপর পাড়ে জামতৈল গ্রাম। নগদাশিমলা ইউনিয়নের এ দুটি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। প্রতি বর্ষায় এ নদী যৌবন ফিরে পায়। পানিতে টইটম্বুর থাকে। ফলে ওই দুই গ্রামের মানুষের যাতায়াতে নানা সমস্যায় পড়তে হয়। এরইধারাবাহিকতায় দুই এলাকার মানুষদের কষ্ট লাগবের জন্য ফকির বাড়ী ঘাটে ব্যক্তিগত অর্থায়নে নৌকা বিতরণ করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আরিফুল ইসলাম তালুকদার আরিফ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ সহ, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।