মো.নুর আলম গোপালপুর: ‘‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি’ টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য বিষয়ে গোপালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, গোপালপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।