মো.নুর আলম গোপালপুর : গোপালপুরে মার্বেল খেলা কে কেন্দ্র করে ছয় বছরের শিশু কে গলা কেটে হত্যা করেছে অপর শিশু।
জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে হাদিরা গ্রামের মো: হাবিব-এর ছেলে শামীম (৬) কে গলা কেটে হত্যা করেছে একই গ্রামের শামসুল হক ছেলে মো: সুজন (১০) ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নিহত শামীম ও সুজন দুজনে মার্বেল খেলা করতেছিল।
খেলা কে কেন্দ্র করে দু’জনের মাঝে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে শামীমকে বেলেট দিয়ে গলা কেটে হত্যা করে সুজন।
গোপালপুর থানার অফিসার ইনর্চাজ মোস্তফিজুর রহমান জানান, আসামী সুজন কে গ্রেফতার করা হয়েছে। এবং লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।