সংবাদ শিরোনাম:
এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০
গোপালপুরে নতুন পাঁচ জনসহ সুস্থ ৩০

গোপালপুরে নতুন পাঁচ জনসহ সুস্থ ৩০

মো.নুর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৩৬ জন, আগে ৩০ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে আর চিকিৎসাধীন অবস্থায় হোম আইসোলেশন আছে ৬ জন।

সোমবার (৮ জুলাই) ৫ জনকে করোনা আক্রান্ত রোগীদেরকে ছাড়পত্র প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি।

সুস্থ্য হওয়া ব্যাক্তিরা হলেন, উত্তর গোপালপুর এলাকার ওমেদ আলী ছেলে কৃষক হাসান আলী (৫৫), ঝাওয়াইল কাহেতা গ্রামের আঃ মজিদ-এর মেয়ে গৃহবধূ মায়া (৩০), কাহেতার ঝাওয়াইল গ্রামের মামুন-এর মেয়ে গৃহবধূ নিলুফা (৩০),

চর চতিলা নগদা শিমলা গ্রামের মান্নান মিয়ার ছেলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল (২৫), জোত আতাউল্লাহ উল্লাহ মির্জাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে বেসরকারি চাকরিজীবী মোজাম্মেল হক (৫০)।

এদের সকলের নমুনা সংগ্রহ করা হয় গত ২১ ও ২৩ জুন তারিখে। নমুনার ফলাফল পজিটিভ আসার পর তারা আইশলোশনে কোয়ারিন্টিনে চিকিৎসাধীন ছিলেন।

দীর্ঘ চিকিৎসার পর তাদের পূর্ণরায় নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এতে রিপোর্ট নিগেটিভ আসায় তাদের ছাড়পত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, রোববার (৫ জুলাই) পর্যন্ত গোপালপুরে মোট আক্রান্ত ছিলো ৩৬ জন।এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) গোপালপুরে নতুন করে আরো একজনের পজিটিভ রিপোর্ট আসে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) গোপালপুরে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

নতুন আক্রন্তদের মধ্যে মির্জাপুর ইউনিয়নের জোত আতাউল্লাহ্ ও নগদাশিমলা ইউনিয়নের চরচতিলা গ্রামে একজন করে এবং ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামে দুই জন।

মঙ্গলবার (৩০ জুন) এ নিশ্চিত করে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় গত মঙ্গলবার (২৩ জুন) তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।এক সপ্তাহ পর মঙ্গলবার (৩০ জুন) চার জনের রিপোর্ট পজেটিভ আসে।এ উপজেলায় নতুন করে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন ১০ জন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্ত ব্যক্তিদের বাসা-বাড়ী লকডাউন করা হয়েছে।

এরপূবের্ বৃহস্পতিবার (১৮ জুন) গোপালপুরে পিতা-পুত্রের পর এবার মা-মেয়েসহ নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন।

নতুন আক্রান্তরা হলো, পৌরশহরের নন্দনপুরের নূর ইসলামের স্ত্রী রমিছা বেগম (৫০) ও মেয়ে ফারিয়া (১৭) ও হাদিরা ভাদুরী চরের আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম এবং হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়া (৩৬)।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১জনে।

ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন ১০জন।

এর আগে ৯ জুন মা-মেয়ের ওই পরিবারে পিতা নূর ইসলাম (৬০) ও পুত্র মো. রাকিব (২৭) এক সাথে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মা-মেয়েসহ ৪জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840