প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে মামলা সংক্রান্ত জটিলতায় স্থগিত হওয়া ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীসহ স্থানীয় ভোটাররা এ কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তব্য রাখেন মেম্বার প্রাথী আজিজুর রহমান দোলন, শামছুল ইসলাম, আব্দুল মজিদ, মাসুদ রানা বাবলা প্রমুখ।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে নির্বাচন বন্ধ করেছে। মামলাটি প্রত্যাহার করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের জোর দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৫ জুন নবম ধাপের নির্বাচনের একদিন আগে সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে এ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।