প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে নেশার ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার রাতে পৌর শহরের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কোনাবাড়ীর বাসিন্দা অধীর সূত্রধরের ছেলে ষষ্ঠী সূত্রধর (৪২) ও একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে সাহেব আলী (৪৫)।
পুলিশ জানায়, মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় ব্যক্তি অনুমোদনবিহীন নেশাজাতীয় ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ষষ্ঠী সূত্রধর ও সাহেব আলীকে আটক করি। পরে তাদের কাছ থেকে ৪০পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করি।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অনুমোদনবিহীন এ সব নেশার ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদেরকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।