প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: গোপালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা অডিটরিয়াম হলরুমে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসজিডি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইটিসি) মো.সেলিম আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা তদন্ত অফিসার শফিউল আলম।
এসময় জেলাযর বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, স্থানীয় সূধী সমাজ ও সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।