হাফিজুর রহমানঃ ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার , অটিজম বৈশিষ্ট্যসম্পূর্ণ ব্যাক্তির অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যায়লের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১২ টায় গোপালপুর উপজেলা চত্বরে র্যালী হয়ে সমাজ সেবা অফিস চত্বরে আলোচনা সভা শেষে আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যায়লে প্রায় দুই’শত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমাজ সেবা কর্মকর্তা শাহাদত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, হেমনগনর ইউপি চেয়ারম্যান আইয়ূব খান , বীর মুক্তিযোদ্ধা তুলা মিয়া, রফিকুল ইসলাম চাঁন , আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যায়লের প্রতিষ্ঠাতা পরিচালক সুরুজ্জামান সহ অন্যান্যরা ।
এসময় আরো উপস্থিত ছিলেন- বে-সরকারী সাটেলাইট টেলিভিশন চানেল এস’র সাংবাদিক হাফিজুর রহমান, আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যায়লের প্রধান শিক্ষিকা লিপি খাতুন, সহকারী শিক্ষক জান্নাতুল আফরোজ মালা , হেনা আক্তার , রুমানা, আরজিনা, এস আর খোকন, আব্দুল বারেক, শেখ ফরিদ, লিপি আক্তার প্রমূখ।