সংবাদ শিরোনাম:
৪৮ ঘন্টা কেন, ৪৮ দিনের আল্টিমেটামেও বিএনপি সফল হবে না -কৃষিমন্ত্রী ঘাটাইলে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু ভূঞাপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিহাতীতে সাবেক চেয়ারম্যানের ছেলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার উজার হচ্ছে টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুরের শাল গজারির বন ভূঞাপুরে প্রফেসর ডা: তাসমিনা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – এমপি শুভ ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
গোপালপুরে ব্যালট পেপারে সীল নয় খালেদা জিয়া ও টুকুর মুক্তি লেখা

গোপালপুরে ব্যালট পেপারে সীল নয় খালেদা জিয়া ও টুকুর মুক্তি লেখা

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর টিয়া পাখি মার্কা ও টিউবওয়েল মার্কায় ব্যালেট পেপারে কোন সীল না মেরে কলম দিয়ে লেখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ‘বেগম খালেদা জিয়ার ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র মুক্তি চাই।

রোববার উপজেলার দারুল উলুম কামিল মাদরাসা ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে গোপালপুর উপজেলা বিএনপি’র নেতা সাইফুল ইসলাম তালুকদার লেলিন সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে ব্যালট পেপারের ছবি পোস্ট করে ও স্ট্যাটাস দিয়ে লেখেন- আজ নির্বাচনে আবারো প্রমাণ হলো কাদের জনপ্রিয়তা বেশী।

নির্বাচনের চলিতেছে নিরব প্রতিবাদ। আলিয়া মাদরাসা কেন্দ্রের চিত্র সাধারণ মানুষ বুঝে গেছে আওয়ামী লীগের চরিত্র কেমন। তার ফেসবুক আইডিতে এমন পোস্ট দেন। মুহুত্বের মধ্যে এই পোষ্টটি ভাইরাল হয়ে যায়।

এছাড়াও উপজেলার অনেক ভোটার ব্যালট পেপারে সিল না দিয়ে বিএনপি চেয়ারপারসন কে আটকে রাখার নিরব প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্যালটে সিল না দিয়ে কলম দিয়ে ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই, আমার মা জেলে কেনো, শেখ হাসিনা জবাব চাই ইত্যাদি শ্লোগান লিখেছেন।

এসব পোস্টে অনেক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, এ ধরনের লেখা ভোট ব্যবস্থার উপর জনগণের নীরব প্রতিবাদ। আবার অনেকে বলছেন যে, এটা ভোটের উপর জনগণের আস্থার তীব্র সংকট। এমন ঘটনায় ওই কেন্দ্রের ভোটারদের মধ্য ও উপজেলায় চলছে নানা আলোচনার ঝড়।

গোপালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, এ ধরনের ঘটনা আমার জানা নেই। সত্যিই যদি এমন কিছু ঘটে থাকে তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, রোববার (৩১ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840