প্রতিনিধি প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে মাস্ক ব্যবহার না করায় দুইজনকে দুইশত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৭ এপ্রিল রবিবার দুপুরে গোপালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা।
এসময় গোপালপুর থানা এ এস আই রবিসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা জানান, এই মহামারিতে এবং লকডাউনে মানুষ সকলকেই ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। যারা তা পালন করছে না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আগামীতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।