নুর আলম গোপালপুর: গোপালপুর উপজেলার খোরশেদ আলম এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রধান অনুষ্ঠান রোববার ধোপাকান্দি ইউনিয়নের লক্ষিপুর এসএল উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের কর্ণধার খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ড. শামীম আরা।
বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, লক্ষিপুর এসএল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. গজনবী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুখ, সম্পাদক শফিউদ্দীন তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাহবুব আলম প্রমুখ।
পরে ৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তির প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।