মো.নূর আলম গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জোবেদা বেগম নামে আশি বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে আজগড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল মান্নানের স্ত্রী।
জানা যায়, কৃষিজমিতে পানি দেয়ার জন্য ওই বৃদ্ধা ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে বাড়ীর পাশে নিজেদের বিদ্যুৎচালিত সেচপাম্পে যায়। এ সময় সেচপাম্প সংযুক্ত টিউবওয়েলে স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী পল্লী চিকিৎকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ওসি (তদন্ত) কাউয়ুম খান সিদ্দিকী জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারো কোনো অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।