সংবাদ শিরোনাম:
কালিহাতীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, দুই যুবকের জেল-জরিমানা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন গোপালপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে কর্মশালা টাঙ্গাইলে বাপ্পী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না -কৃষিমন্ত্রী গোলাম কিবরিয়া বড় মনি নগ্ন ষড়যন্ত্রের শিকার!
গোপালপুরে ১০ জুয়াড়ি আটক

গোপালপুরে ১০ জুয়াড়ি আটক

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

গত দুই রাতে পৃথক দু’টি আসরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়।

নগদাশিমলা ইউনিয়নের মজিদপুর জুয়ার আসর থেকে আটককৃতরা হলেন-পাথালিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রমজান আলী, মৃত মজিদ উদ্দিন সওদাগরের ছেলে ওয়াজেদ আলী, মৃত আলী হোসেন সওদাগরের ছেলে আলমগীর সওদাগর ও মজিবর হোসেনের ছেলে আঃ মজিদ এবং একই ইউনিয়নের মাইজবাড়ী পূর্বপাড়া জুয়ার আসর থেকে আটককৃতরা হলেন-বাখুরিয়াবাড়ী গ্রামের নুরু মিয়ার ছেলে জামাল উদ্দিন ও আঃ সোবহানের ছেলে আলম মিয়া, জোতবাগল গ্রামের মৃত শামছুল আলমের ছেলে ময়নাল হক ও আবুল হোসেনের ছেলে তারা মিয়া, মাইজবাড়ী পূর্বপাড়ার মোনসব আলীর ছেলে মোজাম্মেল হক এবং পলশিয়া পশ্চিমপাড়ার মৃত আমির হোসেনের ছেলে আরিফ মিয়া।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840