মো.নুর আলম গোপালপুর : গোপালপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি গোলাম মাসুদ রেজা প্রধান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুজ্জামান,
প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম রুমি, ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, হালিমুজ্জামান তালুকদার,
রফিকুল ইসলাম রফিক, রওশন খান আয়ুইউব সহ সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে গোপালপুরের উন্নয়নের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে, আইন-শৃঙ্খলা বিষয়ক,ও উপজেলার সার্বিক বিষয় আলোচনা তুলে ধরা হয়।