প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গত ৫ এপ্রিল ২০১৯ তারিখে মো. নাসির উদ্দিন নামে ১৭ বছরের শারীরিক প্রতিবন্ধি (অর্ধ উন্মাদ) এই ছেলেটি গোপালপুর উপজেলার সূতী পলাশ নিজ গ্রাম থেকে সরিষাবাড়ির পিংনা হাটে যাওয়ার পথে হারিয়ে গিয়েছে।
ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কাঁঠালি রঙের ফুল শার্ট এবং জিন্সের প্যান্ট। তার বাম হাতের কুনই পর্যন্ত এবং বাম কানের নিচে আগুনে পোড়ার দাগ রয়েছে।
যদি কোন সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো-মো. খোরশেদ আলী (পিতা), গ্রাম : সূতী পলাশ, উপজেলা : গোপালপুর, জেলা : টাঙ্গাইল।
মোবাইল : ০১৭৭৪১২৪২৪২, ০১৬২৮৫৪২৯২২, ০১৭০৬৬৫৩৭৯৮