মো. নুর আলম গোপালপুর : গোপালপুরে থানা পুলিশ আয়োজিত ওসি হাসান আল মামুন এর বিদায়ী সম্বর্ধনা ও সদ্য নবাগত ওসি মো. মুস্তাফিজুর রহমান সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে।
শনিবার ( ২২ জুন) সন্ধ্যায় থান অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি।
গোপালপুর থানা সার্কেল অফিসার মোহাম্মদ আমির খসরুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও মোহাম্মদ আলিম আল রেজা,
উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নগদা শিমলা ইউনিয়ন এর চেয়ারম্যান এম হোসেন আলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক বাণী চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযুদ্ধা, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সকল পুলিশ সদস্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ওসি তদন্ত মোহাম্মদ শফিউল আলম।