মো.নুর আলম গোপালপুর: গোপালপুরে শিল্প ও বণিক সমিতির ১৬ বছর পর নির্বাচনের ঘোষণা শুনলেন গোপালপুরের বনিকরা। বৃহস্পতিবার রাত ৮ টায় গোপালপুর শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন টাংগাইল-২ (গোপালপুর-ভূঞাপুরের) সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি।
এসময় তিনি বণিক সমিতির নির্বাচনে ঘোষণা দেন ও নির্বাচন পরিচালনা কমিটি ও তারিখ ঘোষণা করেন।
এতে বনিকরা আশার আলো খুঁজে পায়, একটা করে অনেক খুশি হয় বনিকরা।
সে সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও বণিক সমিতির আহ্বায়ক রফিকুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক,
আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইউব, আব্দুল হাই, বেলায়েত হোসেন, তোজাম্মেল হক প্রফেসর, আব্দুস সুবহান তুলা, তোতা মিয়া সহ সাবেক বণিক সমিতি কর্মকর্তা ও সদস্য বৃন্দ।