প্রতিদিন প্রতিবেদক: মির্জাপুরের গোড়াই এলাকায় নিম্ন আয়ের ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় এক ব্যবসায়ী। মোঃ রুহুল আমিন নামের ওই ব্যবসায়ী সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে দরিদ্র পরিবার গুলোর পাশে দাড়ান।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি ডাল, এক লিটার তেল ও একটি সাবান।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি এসব খাদ্য সামগ্রী ৫০টি পরিবারের হাতে তুলে দেন। এসময় তিনি বলেন, করোনার এই মহামারি দুর্যোগে স্থানীয় হত দরিদ্র মানুষের কষ্ট ও দুর্ভোগ বেড়ে গেছে। এসব অসহায় পরিবারের প্রতি সকলের সাধ্যমত সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।