সংবাদ শিরোনাম:
কালিহাতীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, দুই যুবকের জেল-জরিমানা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন গোপালপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে কর্মশালা টাঙ্গাইলে বাপ্পী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না -কৃষিমন্ত্রী গোলাম কিবরিয়া বড় মনি নগ্ন ষড়যন্ত্রের শিকার!
ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১০নং রসুলপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় রসুলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।

রসুলপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।

উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মোঃ মোবারক হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি ছিলেন ১০ নং রসুলপুর ইউনিয়ন পরিষদদের সাবেক সাবেক চেয়ারম্যান মোঃ শামছুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ চুন্নু, মোমিনপুর ডি.এস.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ ছামাদ, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোশাররফ হোসেন দুলু, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সোনিয়া নার্সিং হোম ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন মুকুলসহ নব-নির্বাচিত ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ কে বিপুল ভোটে নির্বাচিত করায় অত্র ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপস্থিত সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং চেয়ারম্যান কাজী মাহবুব উল হক মাছুদ নির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840