প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে স্বেচ্ছায় রক্তদানকারী সেবামুলক সংস্থা ”আমার রক্তে অন্যের জীবন” সংগঠনের উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ফ্রেরুয়ারী) দুপুরে পৌরসভার ঝড়কা বিমান ফিল্ডে সংগঠনের আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ।
অনুষ্ঠানে আমার রক্তে অন্যের জীবন সংস্থার সভাপতি মো. মাহফুজুল হক হ্যাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সাধারণ সম্পাদক ও ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, শিক্ষক আল আমিন, আমার রক্তে অন্যের জীবন সংগঠনের সহ-সভাপতি হাসান মাহমুদ জামাল, রিফাতুল ইসলাম রিফাত, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আরিফুল ইসলাম, আরিফ, সামিম আকন্দ, জাহাঙ্গীর হোসেন জিও, নূর হোসেন রাহাত, স্বাধীনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক মো.সাগর খান, প্রচার সম্পাদক স্বপন আল আহসান, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফ ছোটসহ অন্যরা।