প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ।
রোববার সকালে উপজেলা চত্বর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ সহ দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন উপজেলা আওয়ামীলীগ।
শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাংসদ সদস্য আতোয়ার রহমান খান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিং, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ।
আলোচনার পূবের্ সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়।