প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এম কে ডি আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিছ আলী (৫৬) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত (১৪ এপ্রিল) করোনা শনাক্ত হলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো আইসিইউ না পাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রী ও মেয়ে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।