প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে ওই বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন।
ঘাটাইল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু,
পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, সহকারী কমিশনার(ভূমি) মোসা. ফারজানা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২জন ছাত্রীর মাঝে বাইসাইকেল ও ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।