প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে নবম শ্রেণিতে পড়ুয়া তিন স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার কাতরা বন এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে ঘাটাইল থানায় মেয়ের বাবা বাদী হয়ে ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২৬ জানুয়ারি) ঘাটাইলে স্কুলের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় তারা। পরবর্তীতে চার স্কুল ছাত্রীসহ দুই বন্ধু মিলে ঝরকা বন এলাকায় বেড়াতে গেলে তাদেরকে আটক করে ধর্ষণকারীরা।আটক রেখে পরিবারের কাছে মুক্তিপণ চান তারা । মুক্তিপণ না পেয়ে জোরপূর্বক গণধর্ষণ করে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।
পরবর্তীতে ঘাটাইল থানায় যোগাযোগ করে ঐদিন রাতে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। সোমবার (২৭ জানুয়ারি) মেয়ের বাবা বাদী হয়ে ৫-৭ জনের বিরুদ্ধে আসামি করে ঘাটাইল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চার স্কুল ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়। এবিষয়ে জানতে চাওয়া হলে ঘাটাইল থানার অফিসার ইনচার্স মো. মাকসুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশু অপহরণ ও ধর্ষণের মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ধর্ষিত তিন স্কুল ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।