সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ মির্জাপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করলেন ডা. শাওন মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল মালিকের কারাদন্ড ও জরিমানা কালিহাতীতে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, হত্যার হুমকি কালিহাতীতে বাসচাপায় দুই এনজিও কর্মী নিহত আ’লীগকে উৎখাতের হুমকির প্রতিবাদে মাঠে নামলেন লতিফ সিদ্দিকী টাঙ্গাইলে যমুনা নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ শুরু, অর্ধলাখ মানুষের ঢল সখীপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাশ নিলেন ইউএনও ফারজানা আলম মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত  ধনবাড়ীতে ভারত বনাম টাঙ্গাইল ফুটবল একাদশের টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ঘাটাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঘাটাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন চালক নিহত হয়েছেন। এছাড়াও সড়কে ছিটকে পড়ে আহত হয়েছেন আরও চার জন।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের বানিয়াপাড়া ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। ট্রাকের পেছনে ছিল দু’টি মোটরসাইকেল। ট্রাকটিকে ওভারটেক করতে গেলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চালকসহ ছয়জন ছিটকে পড়েন সড়কে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ছয় জনের অবস্থার গুরুতর দেখে রাতেই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতরা হলেন- গোপালপুর উপজেলা কালিমন্দিরের উত্তর পার্শ্ব এলাকার মজিবুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও মধুপুর উপজেলার লুচিয়ানগর উপজেলার ওসমান গনির ছেলে মামুন হোসেন (৩০)।

এ ঘটনায় গোপালপুর উপজেলার সোহাগ হোসেন (৪৫), রানা মিয়া(২৬) ও ঘাটাইল উপজেলার উজ্জল(১৮) এবং মধুপুর উপজেলার আমির হোসেন(৩০) কে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840