সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড হাজারো কৃষকের স্বপ্ন মাটির সাথে মিশে গেলো ডিস লাইনের কর্মচারী থেকে ১০০শ’ কোটি টাকার মালিক বাসাইলে সালিশি বৈঠকে হামলা, আহত ৪ চাকরি জাতীয়করণের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন
ঘাটাইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঘাটাইলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইলঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধŸ-১৭) ২০২১ ফাইনাল খেলায় ঘাটাইল পৌরসভা ফুটবল দল ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (২ জুন) বিকালে ঘাটাইল সরকারী জি.বি.জি. বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঘাটাইল পৌরসভা বনাম সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ দল ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে। খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মধ্যে ৮ নম্বর চার্সি পরিহিত স্টাইকার মো.সাগরের গোলে সংগ্রামপুর ইউনিয়ন ১ গোলে এগিয়ে যায়। অন্যদিকে ঘাটাইল পৌরসভার খেলোয়াররা গোল সমতায় ফিরতে মরিয়া হয়ে নৈপন্য প্রদর্শন করে।

বিরতির পর ঘাটাইল পৌরসভার স্টাইকার ২০ নম্বর চার্সি পরিহিত খেলোয়ার ১টি গোল করে খেলা সমতায় আনে। পরে আবারও ঘাটাইল পৌরসভার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার ইব্রাাহিম আরও একটি গোল করায় ঘাটাইল পৌরসভা ২ গোলে এগিয়ে থাকে। এসময় সংগ্রামপুর ইউনিয়ন দলের পক্ষে আর কোন গোল না করায় খেলাটি গড়ায় ২-১ গোলে। খেলার শেষ পর্যন্ত সমতায় ফিরতে সংগ্রামপুর ইউনিয়ন ফুটবল দলের খেলোয়রা মরিয়া হয়ে উঠলেও শেষ হাসিটা হাসে ঘাটাইল পৌরসভা ফুটবল দলের খেলোয়রারা। ২-১ গোলে ঘাটাইল পৌরসভা ফুটবল দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধŸ-১৭) ২০২১ এর চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল আসনে এমপি আলহাজ্ব আতাউর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা.ফারজানা ইয়াসমিন,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিঞা,উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা এনামুল হক,ঘাটাইল সরকারী জি.বি.জি.বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আব্দুল মান্নান,ঘাটাইল সরকারী পাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আজহারুল ইসলাম,মমরেজ গলগন্ডা গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু হানিফ খান

ঘাটাইল পৌর আওয়ামীলীগের আহবায়ক মো.খলিলুর রহমান তালুকদার,ঘাটাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহীনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগের নেতাকর্মীরা। পরে অতিথিরা ট্রফি তুলে দেন পরাজিত ও চ্যাম্পিয়ন দলকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840