প্রতিদিন প্রতিবেদক : চাঁদাবাজি বন্ধে পুলিশ ও পরিবহন সংগঠনগুলোর নানা উদ্যোগ এবং অভিযানের মধ্যেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। বিভিন্ন সংগঠনের নামে-বেনামে টাঙ্গাইলের ঘাটাইলে চাঁদা তোলা হচ্ছে মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সড়কে।
জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী চৌরাস্তায় প্রকাশ্যে চাঁদা তোলা হলেও প্রশাসনিক চাপে এখন ব্যাপারটি অদৃশ্যমান হলেও বন্ধ হয়নি সড়কের নৈরাজ্য। কৌশলগত কারণে পয়েন্টে এবং ব্যক্তির পরিবর্তন ঘটেছে মাত্র। স্থান পরিবর্তন করে এখন সাগরদিঘীর পার্শবর্তি এলাকা গুপ্তবৃন্দাবন (তমালতলা) ত্রিরাস্তার মোড়ে চাঁদা তোলা হচ্ছে বলে জানা যায়।
ঘাটাইল উপজেলা শ্রমিক নেতা নয়ন মিয়া বলেন, উপজেলার কোনো শাখা সংগঠনের উপকমিটিও সড়ক ও মহাসড়ক থেকে অর্থ আদায় করতে পারবে না।
নাম প্রকাশ না করার শর্তে চালকরা বলেন, পরিবহন নেতারা এবং পুলিশ যতই চাঁদা না দেয়ার কথা বলুক, তা আসলে কাগজে-কলমে। মিনি ট্রাক থেকে শুরু করে মালবাহী সকল যানকে প্রতিদিন চাঁদা দিতে হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম বলেন, রাস্তায় চাঁদা তোলার কোন সুযোগ নেই। আমি বিষয়টি খতিয়ে দেখছি।