প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে বিশ্বজাকের মঞ্জিল উরস শরীফের পুন:মিলনী ফাতেহা শরীফের তাৎপর্য ও মিশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার যোহোরের নামাযের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাটাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মীগ্রুপ এ অনুষ্ঠানের এ আয়োজন করেন।
মো. আবুল হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন মো.আব্দুর রশিদ সিএনসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান । শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো.শহিদুল ইসলাম খান।
বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কর্মী প্রধান মো.বরকতউল্লাহ,আনিছুর রহমান আনিছ, কর্মীগ্রুপের যুবকেন্দ্রীয় সমন্বয়কারী এস.এম.আমিনুল ইসলাম আনাস,
কর্মীগ্রুপের ছাত্র কেন্দ্রীয় সমন্বয়কারী মো.জসিম উদ্দিন জুয়েল,জাকের পার্টির মনোনীত উপজেলা চেয়াম্যান প্রার্থী মো.মনিরুজ্জামান মনির।
এছাড়াও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার জাকের মঞ্জিলের কর্মীপ্রধানগণ বক্তব্য রাখেন ।