ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারের ব্যবসায়ীগণ ও সর্বস্তরের সকল সাধারণ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে ঘাটাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আসাদৌলা শিরণ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেনে পরিচালনায় উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো.শহিদুল ইসলাম লেবু।
এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল পৌর মেয়র মো. শহীদুজ্জামান খান ভিপি শহীদ, সাবেক মেয়র মো. আব্দুল রশিদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হালিম রনি, ঘাটাইল ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক কমান্ডার হাবিুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ
এ সময় ঘাটাইল ব্যবসায়ী সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন। এদিন উক্ত সাধারণ সভা সফল করতে উপজেলা শহর এলাকার ও বাজারের সহস্রাধিক ব্যবসায়ী সভায় অংগ্রহণ করেন। এছাড়ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবীবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে সভাপতি ঘাটাইল ব্যবসায়ী সমিতির নির্বাচিত পুর্বের কমিটি বিলুপ্তি ঘোষনা করেন এবং সাবেক মেয়র আ: রশিদ মিয়াকে আহব্বায়ক ও মো. লুতফর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। খুব শিগ্রই এই সমিতির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে গঠিত আহব্বায়ক কমিটি নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন।