প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল
মুজিব বর্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নে শহীদ বাপ্পী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি শুরু হয়ে নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলে মধুপুর আউশনার স্পোর্টি ক্লাব মোটেরবাজার ফুটবল একাদশ দেউলাবাড়ীর দক্ষিন খিলগাতী কে. বি. এম. ডপ. স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলাটি হাজার হাজার ফুটবল ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান রহমান খান রানা।
সাবেক ক্রীড়াবিদ ও ১ নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি সদস্য মো.মোতাহের আলী আকন্দ সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ আর জুলহাস উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ.ন.ম.বজলুর রহীম রিপন, ১নং দেউলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান, সাবেক ভাইস চেয়ারম্যান মো.আরিফুল ইসলাম, শহীদ বাপ্পী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মো.পৃথি আকন্দ, সদস্য সবিচ এ আর ইমরান হোসেন রাজু,মেসাস খালিদ এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী শেখ মো.কাশেম, মেসার্স নুসরাত এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মো.রুবেল খান প্রমুখসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অসংখ্য দর্শক নারী পুরুষ ফাইনাল এ খেলা উপভোগ করেন।
করোনা মহামারি এ বৈশ্বিক সংকটে তরুন দের বিপদগামী হতে দূরে রাখা, খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ জাতি গঠনে আগ্রহী ও সামাজিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে এ কমিটি প্রথমবারের মতো এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
গত ৫ নভেম্বর শনিবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ১নং দেউলাবাড়ী ইউয়িন ছাত্রলীগের সাবেক সভাপতি, শহীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক খানের পুত্র দেউলাবাড়ী ইউনিয়নের মাটি ও মানুষের প্রিয়নেতা, বিশিষ্ট সমাজসেবক মো.হারুন অর রশীদ খান। এ টুনামেন্টে ১৬ টি দল অংশ নেয়।
খেলা পরিচালনা করেন সাইদুল রহমান পলক। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি ১শ সিসি মটর সাইকেল দ্বিতীয় পুরুষ্কার ফ্রীজ,তৃতীয় পুরুষ্কার এলইডি টেলিভিশন।