প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলের সাগরদিঘীর বিল থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার সাগরদিঘী শোলাকুড়া গ্রামে বিল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুটি শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে মেহের আলী (৬)।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধায় শিশু মেহের আলী তার মামা শামিম (১৩) এর সাথে খেলতে যায়। কিন্তু মেহের আলী রাতে আর ফিরে আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পর দিন সকালে বাড়ির পাশে শোলাকুড়া বিলে শিশুটির মৃত লাশ পাওয়া যায়।
এদিকে শামিমসহ তার বাবা-মা পলাতক রয়েছে। শিশুটির লাশ ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানন তিনি।