জাহাঙ্গীর আলম : ঘাটাইল উপজেলা আ’লীগের বর্ধিত সভা স্থানীয় এসই বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহীদুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাসাইল-সখিপুর (টাঙ্গাইল-৮) আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের,
বিশেষ অতিথি ঘাটাইল(টাঙ্গাইল-৩) আসনের সাংসদ ও জেলা আ’লীগের সদস্য আলহাজ¦ আতাউর রহমান খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ তারেক মাহমুদ পুলু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আ. রহিম মিয়া, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক পি.পি. এস আকবর খান, জেলা আ’লীগের উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মো. মজিবর রহমান, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম হেস্টিং,
উপজেলা আ’লীগ আহবায়ক কমিটির সদস্য ও সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
জেলা পরিষদের সদস্য এড. শাহানশাহ্ সিদ্দিকী মিন্টু, সুমি সহ উপজেলা প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।