প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোমিনপুর, গড়ানচালা, চেরাগআলী বাজার গ্রামের হতদরিদ্র ১০০ পরিবারের এাণ বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীতে , চাল ৩ কেজি, ডাল হাফ কেজি, পেয়াজ হাফ কেজি, তেল হাফ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি দেয়া হয়।
এসময় মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি, আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ সদস্য, আজিজুল হাকিম, ফারুক হোসেন, সুশান্ত কুমার, বিল্লাল হোসেন, তায়েব, ফেরদৌস, রফিকুল, রানা, মামুন, সুমন ও সাগর উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকার বিভিন্ন সড়ক ও বাসা বাড়িতে করোনা প্রতিরোধে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনায় পরার্মশ প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশন অতীতেও অহসায় মানুষের পাশে দাড়িয়েছে এবং ভবিষতেও তা অব্যাহত থাকবে।