প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় র্যালীতে উপজেলা আওয়ামালীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়াম্যান মো.শহিদুল ইসলাম লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ,লোকের পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরাম খান, বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা এস এম সাহেদ আহমেদ,
পৌর যুবলীগ নেতা শহিদুল ইসলাম আয়নাল,সাবেক ছাত্র নেতা আমজাদ আলী তালুকদার,ঘাটাইল সরকারী জিবিজি কলেজের সাবেক এজিএস রঞ্জু আহম্মেদ,জিবিজি কলেজ শাখার সাবেক সহ ক্রীড়া সস্পাদক রাতুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদক, সদস্যসহ প্রায় ৫শতাধিক নেতা নেতাকর্মীরা র্যালীতে উপস্থিত ছিলেন।