প্রতিদিন প্রতিবেদক : ঢাকা রেঞ্জে চতুর্থ বার তদন্তকারী অফিসারের পুরস্কার পেলেন টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দও।
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল সদরের ভালুকাকান্দি এলাকায় অন্ত:সত্তা গৃহবধু লাকি বেগম ও তার কন্যা আলিফা হত্যাকান্ডের ১৯ ঘন্টারর মধ্যে আলামতসহ লুষ্ঠিত টাকা উদ্ধার করায় তাকে তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা রেঞ্জ পুলিশের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পরযালোচনা সভায় টাঙ্গাইল ডিবি’র ওসি শ্যামল কুমার দত্তের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি জিহাদ আল মামুন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম সহ ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ।
এদিকে চতুর্থ বার ঢাকা রেঞ্জের সফল তদন্তকারীর পুরস্কার পাওয়ায় ওসি শ্যামল কুমার দত্তকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
উল্লেখ্য শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসির দায়িত্ব নেয়ার পর গত ১৪ মাসে একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে সক্ষম হওয়ায় তাকে ইতিপূবের্ তিন বার ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।