চুরি হওয়ার ৫ মাস পর বাছুরসহ গাভী ফেরত দিল চোর

চুরি হওয়ার ৫ মাস পর বাছুরসহ গাভী ফেরত দিল চোর

আঃ হামিদ, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে প্রায় ৫ মাস আগে চুরি হয় কালো রঙের গর্ভবতী একটি গাভী। ৫ মাস পর হটাৎ করেই রোববার ১২ মার্চ ভোরে সেই গাভী ও বাছুর ফেরত দিয়ে যায় চোর। গাভীর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

এলাকাবাসী জানায়, রোববার ভোরে বাড়ির পেছনে একটি গাছের সাথে কালো রঙের ওই গাভী ও তার দুই মাস বয়সি বাছুর বাঁধা অবস্থায় দেখতে পায়। তারা মনে করছেন চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনো কারণে চোর গাভী ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে শুক্রবার দুপুরে বাড়ির পাশে বেঁধে রাখা ক্রস জাতের গাভীটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি ৫ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গাভী হারিয়ে পরিবারটি হতাশার মধ্যে পড়ে। পরে স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করেন গাভীটির। কিন্তু গাভীটির কোন সন্ধান পায়নি মালিক। তবে চুরি যাওয়ার ৫ মাস পর বাছুরসহ গাভী ফিরে পাওয়ার এমন অলৌকিক ঘটনায় ওই পরিবার এবং আশপাশের লোকজন হতবাক। এ ঘটনায় আশে পাশের উৎসক জনতা ওই গাভী ও বাছুর দেখতে ভীড় জমিয়েছে শাহজাহান আলীর বাড়িতে।

 

Author Profile

Masud Rana
Masud Rana
আমাদের নিউজ এডিটর হলেন একজন দক্ষ সাংবাদিক যার ব্রেকিং নিউজ এবং গভীরভাবে রিপোর্টিং করার আগ্রহ রয়েছে। তিনি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক গল্পগুলি সনাক্ত করার দক্ষতা তৈরি করেছেন। তিনি আমাদের প্রতিবেদকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন বাধ্যতামূলক সংবাদ কভারেজ তৈরি করতে যা আমাদের পাঠকদেরকে অবগত ও নিযুক্ত রাখে। সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ, তথ্য-পরীক্ষা এবং সংবাদ বিচারে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশিত প্রতিটি গল্পই সঠিক, ন্যায্য এবং প্রাসঙ্গিক। শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সংবাদ শিল্পে একজন সম্মানিত এবং বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে খ্যাতি এনে দিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840