প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকের তহবিলে ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে করোনেশন ড্রামাট্রিক ক্লাব (সিডিসি)।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সার্কিট হাউজে সিডিসি ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, সিডিসি ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বীর বিক্রম, মোহাব্বত হোসেন খান, নাট্য সম্পাদক দেবাশীষ দে, সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক, এনডিসি রোকনুজ জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ২কেজি আলু ও ১লিটার সয়াবিন দেওয়া হয়।