প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : টাঙ্গাইল জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের মুক্তির দাবীতে ঘাটাইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী বাজারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সাগরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সাগরদিঘী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাগরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন, সাধারণ-সম্পাদক সাইফুল ইসলাম, শুলাকুরা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক আজাহার উদ্দিন,
সাগরদিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শাহাদত সিকদার, লক্ষিন্দর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মজিদ মাষ্টার, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাব্বর আলীর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা হারুনর রশীদ,
ঘাটাইল উপজেলা আওয়ামী নবীন লীগের সিনিয়র সহসভাপতি এনামুল হক, সাগরদিঘী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহসীন সোহাগ, ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, রসুলপুর আওয়ামী নবীন লীগের সভাপতি জহিরুল ইসলাম রুবেল, লক্ষিন্দর ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাওছার চৌধুরী।
এছাড়াও ঘাটাইল, ধলাপাড়া, সাগরদিঘী, লক্ষিন্দর, রসুলপর ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির দাবী জানান।