বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ঝাওয়াইল আর কেএস বি বালিকা উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সারাদেশে এক নিয়মে জ্যেষ্ঠতা নির্ধারণ হলেও শুধু গোপালপুর উপজেলার ঝাওয়াইল আর কেএস বি বালিকা উচ্চ বিদ্যালয়ে তা মানা হয়নি। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সিনিয়র সহকারি শিক্ষককে দায়িত্ব না দিয়ে জুনিয়র এক সহকারি শিক্ষককে দায়িত্ব দেওয়ায় অন্য শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও ওই সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি চারজন কর্মচারী ও প্রধান শিক্ষকসহ পাঁচ পদে ঘুষ বানিজ্যের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় সম্পতি ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক হেলেনা পারভীন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঝাওয়াইল আর কেএস বি বালিকা উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারি শিক্ষক হেলেনা পারভীন অভিযোগ করে বলেন, আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চলতি বছরের গত ৩০ জুন চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষা মন্ত্রনালয়ের (শিম/শাঃ১১/৩.৯/২০১১/২৫৬) পরিপত্র অনুযায়ী জৈষ্ঠতম সহকারি শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে তা হয়নি। নিয়ম অনুযায়ী আমার এমপিও ভূক্তির তারিখ ১৯৮৬ সালের ৯ ফেব্রুয়ারি এবং অন্য এক সহকারি শিক্ষক যাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে তার এমপিও ভূক্তির তারিখ ১৯৯২ সালের ১ ফেব্রুয়ারি। এটা জ্যেষ্ঠতা লঙ্ঘন করে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। এছাড়াও সাবেক প্রধান শিক্ষক মোটা অঙ্কের টাকা ঘুষ বানিজ্য করে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিছন্নতা কর্মী ও নিরাপত্তা প্রহরী নিয়োগ দিয়েছেন। যা তিনি অবসরে যাওয়ার পর করেছেন। এতে করে বিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট হয়েছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সম্পতি আমি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছি।
সাবেক প্রধান শিক্ষক মো: মোখলেসুর রহমান বলেন, আমার উপর কেউ হয়তো অভিমান করে ভুল তথ্য ও মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি অবসরে যাওয়ার পর স্কুলের কোন কিছুর সাথে জড়িত না। নিয়োগ পরীক্ষা কেন্দ্রে আমি উপস্থিত ছিলাম এটা সত্য। কিন্তু আমি তোন ধরনের অসৎ উপায় অবলম্বন করি নাই। আমার কাছে যে সকল কাগজপত্র ছিলো তা দেওয়ার জন্য গিয়েছিলাম। এছাড়া যে অভিযোগ হয়েছে তার সর্ম্পকে আমি কিছুই জানি না। যদি কেউ অভিযোগ দিয়ে থাকে তাহলে তা মিথ্যা অভিযোগ দিয়েছে।
সন্তোষ ই বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানে ঝাওয়াইল আর কেএস বি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা হয়েছে নিয়ম অনুযায়ী। এখানে অবসরে যাওয়া প্রধান শিক্ষকের কোন কাজ নেই। তবে নিয়োগ পরীক্ষার দিন তিনি কেন্দ্রে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বলেন, এ বিষয়ে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।