সংবাদ শিরোনাম:
কালিহাতীতে যুবকের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ছেলের ছুরিকাঘাটে বাবা মৃত্যু, ছেলে আটক পাপ ও অশান্তি সৃষ্টিকারী অভ্যাস থেকে দূরে থাকা জরুরি বাসাইলের নাগাসিমে একশ’ মেঘাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই – ইসি মো: আলমগীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাত করা টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী    … কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলে এক পুলিশ সদস্য করোনা পজেটিভ

টাঙ্গাইলে এক পুলিশ সদস্য করোনা পজেটিভ

খায়রুল খন্দকার ভূঞাপুর : প্রাণঘাতী করোনা ভাইরাসে টাঙ্গাইলে ভূঞাপুরে নতুন করে এক পুলিশ সদস্য আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে ।

 উপজেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তি একজন পুলিশ সদস্য (২৮)। তিনি উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের বাসিন্দা।সে গত ৩ মে ঢাকার কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন।
বাড়িতে অসুস্থ বাবা থাকায় কয়েকদিন স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকলেও শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ না থাকায় সম্প্রতি তিনি বের হয়ে ভূঞাপুর গিয়ে কেনাকাটা করেন। এছাড়া গত বুধবার (১৩ মে) স্ত্রী ও দুই শিশু সন্তানকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনা হয়।

এদিকে ঢাকা থেকে পুলিশ সদস্য বাড়িতে আসার খবর পেয়ে করোনা সন্দেহে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা একইদিন (১৩ মে) তার নমুনা সংগ্রহ করেন। পরে শুক্রবার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনা পজিটিভ।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহীউদ্দিন বলেন, বুধবার (১৩ মে) উপজেলার ৩০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে মাইজবাড়ী গ্রামের ওই পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে। তিনি একজন পুলিশ সদস্য। এ নিয়ে ভূঞাপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, ঢাকা ফেরত ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমণের ফলাফল পজিটিভ আসায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশে আক্রান্তের বাড়ি ও আশেপাশের দুইটি বাড়ি এবং একটি মনোহারি দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে। এসব বাড়ি থেকে ১৪ দিন কেউ বাহিরে যাবে না ও বাহির হতে কেউ প্রবেশ করবে না।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, গত বুধবার ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে শুক্রবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ওই দুইজন আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840