প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তার বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
গোলাম কিবরিয়া বড় মনি জানান, শনিবার জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে তিনি নমুনা দিয়েছিলেন। রোববার ফলাফলে তার পজিটিভ আসে। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এর আগেও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।