প্রতিদিন প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা কৃষক দল আয়োজিত সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগর জালফৈ মাদ্রাসা মাঠে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন বীজ বিতরন করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা কৃষক দলের সভাপতি দিপু হায়দার খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডঃ শাহাজাহান কবীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রান্তিক কৃষকদের হাতে শীতকালীন সবজী বীজ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক টাঙ্গাইল সদর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ছাইদুল হক ছাদু.সাধারণ সম্পাদক এডঃ ফরহাদ ইকবাল, সহ সভাপতি ও পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু,
যুগ্ম সম্পাদক ও কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, সাংগাঠনিক ও করটিয়া ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ তালুকদার, কৃষক দলের সাংগাঠনিক সম্পাদক আঃ কাদের এবং করটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম,
জেলা বিএনপি সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা খন্দঃ রাসেদুল আলম রাসেদ, সাংগাঠনিক ও জেলা যুবদল আহবায়ক আশরাফ পাহেলী.শফিকুর রহমান শফিক,
বিএনপি’র প্রচার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক ভিপি মুনীর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফী ইথেন, সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম,
মহিলা দলের সভানেএী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এডঃ মমতাজ করিম, মৎস্যজীবি দলের আহবায়ক এডঃ মোঃ জামালউদ্দিন, সদস্য সচিব মোস্তফা কামাল, জাসাস সভাপতি কাজী বজলুর রহমান, বিএনপি নেতা সৈয়দ শাহীন,
হাদিউজ্জামান সোহেল, শাহীন তালুকদার.করটিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক টুটুল সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষকদলের নেতাকর্মী সহ করটিয়া ইউনিয়নের প্রান্তিক চাষীরা।