প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় কৃষকলীগের তৃণমূল পর্যায়ে নয়া কমিটি গঠনের লক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন।
করটিয়া অটো রিকশা-অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হীরা মিয়ার সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ খান ইউসুফজাই, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক জালাল উদ্দিন মিন্টু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন করটিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় করটিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।