প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে ইংরেজি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
জেলা প্রশাসক পিএইচডি ডিগ্রী লাভ করায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল প্রতিদিন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদউল্লাহর তত্তাবধানে এই গবেষনা কর্ম সম্পন্ন করেন তিনি। এই গবেষনার কর্মের বহিঃপরিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং যুক্তরাজ্যের সাউদান্তন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রিচার্ড কাইলি।
জেলা প্রশাসক মো. আতাউল গনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাষ্টার ডিগ্রী অর্জন করেন।
তিনি ২০১৫ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এমফিল ড্রিগী লাভ করেন। এ ছাড়া যুক্তরাজ্যের গ্রীনিচ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিন মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয়বার এমএ ডিগ্রী অর্জন করেন।