সংবাদ শিরোনাম:
উজার হচ্ছে টাঙ্গাইলের ফুসফুস খ্যাত মধুপুরের শাল গজারির বন ভূঞাপুরে প্রফেসর ডা: তাসমিনা মতিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – এমপি শুভ ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত টাঙ্গাইল জেলা কারাগারে কারাবন্দীদের দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন টাঙ্গাইলে আনসার বাহিনীর মধ্যে বাইসাইকেল বিতরণ টাঙ্গাইলে জমির কালাই বোনা নিয়ে একজন নিহত,আহত ১৫ জন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিএনপির সমাবেশ নাগরপুরে এমপি বাতেন স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত

টাঙ্গাইলের তিন এমপি এলাকা ছেড়েছেন

প্রতিদিন প্রতিবেদকঃ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশ অনুযায়ী এই তিন সংসদ সদস্য বৃহস্পতিবার (২৮ মার্চ) যার যার নির্বাচনি এলাকা ছেড়েছেন বলে জানা গেছে।

এই তিন সংসদ সদস্যরা হলেন- টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

হাছান ইমাম খাঁন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশক্রমেই নির্বাচনী এলাকা ছেড়েছি। আমি এখন টাঙ্গাইলস্থ নিজ বাসায় অবস্থান করছি।’

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকা ছেড়ে টাঙ্গাইলস্থ নিজ বাসভবনে অবস্থান করছি।’

ছানোয়ার হোসেন এমপির ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, ‘এমপি স্যার নির্বাচনি এলাকা ছেড়ে ঢাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।’


জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল ইসলাম বলেন, ‘আমি এই তিন এমপির সাথে কথা বলেছি। তারা নির্বাচনী এলাকা ছেড়েছেন। তারা নির্বাচনী এলাকা ছেড়ে যে কোনও জায়গায় থাকতে পারবেন, তবে ডিস্ট্রিক্ট ছাড়লে ভালো হয়।’

প্রসঙ্গত, গত বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840