সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে টাকা ছিনতাইয়ের নাটক সাজায় মালেক কালিহাতীতে বাঁশ ও বেতের বিভিন্ন পণ্য তৈরীর প্রশিক্ষণ কাতুলীতে বালু খেকোদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন সা’দত কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলে ‘বায়ান্ন থেকে একাত্তর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অবৈধ সংগঠন কর্তৃক মানববন্ধনে বিড়ির কর ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিড়ি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সখীপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রীর বিষপানে আত্মহত্যা বল্লা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত সখীপুরে জমে উঠেছে নারী উদ্যোক্তা মেলা
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, আমার সকল ভালো কাজগুলোর সাথে আপনারা (সাংবাদিক) পাশে থাকবেন। আর আমার ভুল গুলো, খারাপ দিকগুলো অবশ্যই সমালোচনা করবেন। আমার মনে হচ্ছে আমি সুন্দর একটি জেলায় এসেছি। এই জেলা শিক্ষা ও সংস্কৃতির জেলা। টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলায় ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা। বাংলাদেশের মধ্যে খেতাপপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্ম এই টাঙ্গাইলে। এ জেলায় অনেক বড় বড় কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিদের জন্ম হয়েছে। এ জেলায় কাজ করে আমার অনেক ভালো লাগবে বলে আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীমা আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবুল হাসিম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি ও সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মামুনুর রহমান মিয়া প্রমুখ। এসময় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Author Profile

Mostak Hossain
Mostak Hossain
আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840