প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্য ও তার পরিবারবর্গের মাঝে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান এবং চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব সাঈদ মোহাম্মদ লুৎফুল্লাহ।
এতে সভাপতিত্ব করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান রফিকুদৌলা সিদ্দিকী।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তার পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।
শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, দুস্থ কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা, অসুস্থ কর্মচারীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।